নিজ এলাকায় ব্যাপক গনসংযোগ করছেন তিনি। পথসভায় হিরো আলম বলেন, আমি এমপি হলে জনগন সংসদে যাবে। জনগন চাইলে এমপি-মন্ত্রী ছিনিয়ে আনতে পারে। আপনাদের ভোটেই এমপিরা সংসদে যায়।
কিন্তু জনগন কি পেয়েছে? আমি জনতার একজন, আপনাদের পরিবারের একজন হয়ে থাকতে চাই। আপনারা একবার আমাকে সুযোগ দিন। আমি বড় বড় প্রতিশ্রুতি দিতে চাই না। মিথ্যা বলতে পারি না আমি।






ভোটের সময় এলে অনেকেই বড় প্রতিশ্রুতি দেয়, নির্বাচিত হলে তারা কিছুই মনে রাখে না। গরীবের দু:খ গরীবরাই বুঝে। আমি গরীবের এমপি হতে চাই। আমি কাজে প্রমাণ দিতে চাই।
এবারের সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করবেন হিরোয়ালম। এর আগে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি। কিন্তু পাননি তিনি। তবে এবার না পেয়ে স্বতন্ত্রভাবেই দাঁড়াচ্ছেন তিনি।






ভোটের মাঠে প্রচারণায় হিরো আলমের সঙ্গে ছিলেন, নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাফু,
নন্দীগ্রাম পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও হিরো আলমের মনোনয়ন প্রস্তাবকারী নজরুল ইসলাম সহ আরো অনেকেই এইসময় উপস্থিত ছিলেন বলে জানা যায়।
No comments:
Post a Comment