অতঃপর ছয় বছর পর সুযোগ আসলো, কিন্তু কাজে লাগাতে পারলেন না ঃ আশরাফুল - অজানা ১০১
,

Post Top Ad

.com/blogger_img_proxy/.com/blogger_img_proxy/

Saturday, January 05, 2019

অতঃপর ছয় বছর পর সুযোগ আসলো, কিন্তু কাজে লাগাতে পারলেন না ঃ আশরাফুল

.com/img/b/R29vZ2xl/AVvXsEhpNQP-rEuGzKaerq7g9DHq-7tnJGYa1hyN3qtNmGL_nHKT8NtQrql6fGYCXJ7j-Kp-rq1oO5wBALhc_Wt9B0UlgS_9IT6o51IV6T5t2YnjtXfL1qI-r9S1Tzh7d3iZ_3Qvj_MNrLXKPOdc/s640/


গুনে গুনে ছয় বছর পরে বিপিএলে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। বিপিএল প্লেয়ার ড্রাফটে 'বি' ক্যাটগরিতে ছিলেন তিনি। বেশ আগ্রহ নিয়েই চিটাগং ভাইকিংস তাকে দলে নেয় এ বছর। তাকে দলে নেওয়ার ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, আশরাফুলের ভক্ত সংখ্যা অনেক। তাই তাকে দলে নিয়ে খেলার সুযোগ করে দিতে চাই। 

প্রথম ম্যাচে চিটাগং দলে সুযোগও মেলে তার। ব্যাটিং অর্ডারও মেলে পছন্দ মতো টপ অর্ডারে। তিনে ব্যাট করতে নামেন তিনি। রংপুরের দেওয়া ৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ রানে প্রথম উইকেট হারায় চিটাগং ভাইকিংস। এরপর ব্যাটে নামেন ভাইকিংস তারকা আশরাফুল। তার সামনে সুযোগ ছিল দেখে শুনে খেলে দলের এবং নিজের রান বাড়িয়ে নেওয়ার।


কিন্তু আশরাফুল তার পাওয়া প্রথম সুযোগটি হারালেন। দলের ১৯ রানের মাথায় শাফিউলের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। নিজে করেন মাত্র ৩ রান। বল খেলেন মাত্র পাঁচটি। শাফিউলের করা বলটি তুলে মারতে গিয়ে অ্যালেক্স হেলসে ক্যাচ দেন তিনি। 

No comments:

Post a Comment