জানুন টেলিফোন এর ইতিকথা - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, January 08, 2019

জানুন টেলিফোন এর ইতিকথা



১৮৭৫ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন।

নানা ধরনের বিবর্তনের মধ্য দিয়ে সেটি আধুনিক টেলিফোনে রূপ নিয়েছে , কিন্তু তার মূল কাজ করার প্রক্রিয়াটি এখনাে আগের মতােই আছে।


আমরা সবাই টেলিফোন দেখেছি।টেলিফোনে পাচটি উপাংশ থাকে । ( a ) সুইচ : যেটি মূল । টেলিফোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত অথবা বিচ্ছিন্ন করে ( b ) রিংগার : যেটি শব্দ করে তা যে কেউ একজন যােগাযােগ করেছে ( c ) কি প্যাড : যেটি ব্যবহার করে একজন অন্য একজনকে ডায়াল করতে পারে ( d ) মাইক্রোফোন : যেটি আমাদের কণ্ঠস্বরকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করে ( e ) স্পিকার : যেটি বৈদ্যুতিক সিগন্যালকে শব্দে রূপান্তর করে শােনার ব্যবস্থা করে দেয় ।


প্রত্যেকটি টেলিফোনই তামার তার দিয়ে আঞ্চলিক অফিসের সাথে যুক্ত থাকে । আমরা যখন কথা বলার জন্য কোনাে নম্বরে ডায়াল করি তখন আঞ্চলিক অফিসে সেই তথ্যটি পৌঁছে যায় । 

সেখানে একটি সুইচ বাের্ড থাকে , যেটি নির্দিষ্ট গ্রাহকের টেলিফোনের সাথে যুক্ত করে দেয় । 


যদি আমরা অনেক দূরে কিংবা ভিন্ন কোনাে দেশে একজনের সাথে কথা বলতে চাই তাহলে সুইচবাের্ড সেভাবে আমাদের নির্দিষ্ট নেটওয়ার্কের সাথে যুক্ত করে দেয় ।

No comments:

Post a Comment