পৃথিবীর নিঃসঙ্গতম হাঁস হিসেবে পরিচিতি পাওয়া ত্রেভর মারা গেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নিউইয়ে ছিল এই হাঁসের বাস। একদল কুকুরের হামলায় হাঁসটির প্রাণ গেছে বলে আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে। হাঁসটির মৃত্যুর খবরে নিউইয়ের বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কারণ, দেশটিতে এ প্রজাতির হাঁস শুধু এটিই ছিল। ২০১৮ সালে হাঁসটি ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রে যায়। তবে কীভাবে সে... বিস্তারিত
Monday, January 28, 2019
পৃথিবীর নিঃসঙ্গতম হাঁসের বিদায়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment