প্রধানমন্ত্রী হওয়ার পর এই পর্যন্ত যা যা করলেন ইমরান খান - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Monday, January 07, 2019

প্রধানমন্ত্রী হওয়ার পর এই পর্যন্ত যা যা করলেন ইমরান খান



ব্যাটিংয়ে ঝড় তুলেই যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খান। শুধু ছক্কা আর ছক্কা মারছেন.....


১। ৯২ লক্ষ রুপির শপথ অনুষ্ঠান মাত্র ৫০ হাজার রুপিতে সম্পন্ন করলেন।

২। প্রধানমন্ত্রীর বিশাল বাসভবন ছেড়ে মাত্র তিন রুমের বাসায় থাকছেন। বাসভবনটি বিশ্ব বিদ্যালয়ে রূপান্তরিত হতে পারে।

৩। নিজে ১৬ ঘণ্টা, মন্ত্রীরা ১৪ ঘন্টা ডিউটি করতে হবে ও চা বিস্কুট ছাড়া কিছুই পাবে না।


৪। সরকারি খরচে বিদেশে চিকিত্সা নেওয়া যাবেনা।


৫। শীর্ষ কর্মকর্তারা প্রথম শ্রেণীর বিমানে ভ্রমণ নিষিদ্ধ।


৬। বুলেট প্রুফ ২ টি গাড়ি রেখে বাকি ৮০ টি বুলেট প্রুফ গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত।



৭। ৫০৪ জন কাজের লোক কমিয়ে মাত্র তিন জন রেখেছেন।



৮। প্রাইমারি হতে ডিগ্রি পর্যন্ত পবিত্র আল-কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে সংসদে আইন পাশ করেছেন।

No comments:

Post a Comment