

চট্টগ্রামে নতুন ৩ ব্যক্তির করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদকগত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরীতে নতুন করে ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান. চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন ৩টি নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে নগরীর পতেঙ্গা এলাকায় একজন, দামপাড়া এলাকার একজন এবং বায়েজিদ বোস্তামি এলাকায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
এই নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন এবং মারা গেছেন এক শিশুসহ ৫ জন। অন্যরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

No comments:
Post a Comment