মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, কালিহাতীতে ১৩ ব্যবসায়ীকে জরিমানা - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, April 29, 2020

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, কালিহাতীতে ১৩ ব্যবসায়ীকে জরিমানা


মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, কালিহাতীতে ১৩ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের কালীহাতী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ফল ও ভেজাল খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগে ১৩ ফল ব্যবসায়ীকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত কালিহাতী উপজেলার এলেঙ্গা ফল বাজারে এই অভিযান চালানো হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানীর (সিপিসি-৩) কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, গতরাতে মাহে রমজানে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে এলেঙ্গা বাজারে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা খেঁজুরসহ অন্যান্য মেয়াদোত্তীর্ণ ফল বিক্রির অভিযোগে ১৩ ব্যবসায়ীকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো.  রোকনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

অভিযানে ফল ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে ৫ হাজার টাকা, সুদেপ্ত পালকে ১০ হাজার টাকা, শ্রী গনেশকে ৫ হাজার টাকা, মো. জহিরুল হক শহীদকে ৫০ হাজার টাকা, মো. আন্তাজ আলীকে ৩০ হাজার টাকা, মো. রাসেলকে ৫ হাজার টাকা, হৃদয়কে ২০ হাজার টাকা, মো. শেখ ফরিদকে ৭৫ হাজার টাকা, রাজিব দাসকে ৫০ হাজার টাকা, শরিফ মন্ডলকে ১০ হাজার টাকা, মো. শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা, ভুবন সাহাকে ১ লাখ টাকা, ও হাজী নাজিম উদ্দিনকে ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

পরে জব্দকরা ফল ধ্বংস করে ফেলা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

সিফাত/বকুল

No comments:

Post a Comment