করোনা: সেরে উঠছে ওজোনস্তরের ক্ষত স্থান - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, April 28, 2020

করোনা: সেরে উঠছে ওজোনস্তরের ক্ষত স্থান


করোনা: সেরে উঠছে ওজোনস্তরের ক্ষত স্থান

নিউজ ডেস্ক

করোনাভাইরাসের জেরে মানবসভ্যতার ক্ষতির পরিমাণ দিন দিন বেড়ে চললেও, পৃথিবী এখন স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছে।  সেরে উঠছে তার ক্ষতস্থান।

প্রকৃতির ওপর ধূসর রঙের চাদর এখন ধুয়ে মুছে সাফ। সবুজ, নীল, রঙ গাঢ় হয়েছে।  অক্সিজেনের স্তর বেড়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, সেরে উঠছে ওজোনস্তরের ক্ষত।

বিজ্ঞানীরা মনে করেন, এই ক্ষত না সারলে মানবসভ্যতার জন্য অপেক্ষা করছে আরও বড় বিপদ। করোনাভাইরাসের জেরে প্রকৃতি এখন অনেকটা সুস্থ, তার পারদ নেমেছে। তাই মনে করা হচ্ছে করোনাভাইরাসের জেরে ওজোনস্তরে ক্ষতস্থান একটু একটু করে সেরে উঠছে।
 


ইউরোপের স্পেস এজেন্সি দাবি করেছে, উত্তর মেরুতে যে মিনি হোল তৈরি হয়েছে, তা সেরে উঠছে।  কপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিস ও কপারনিকাস ক্লাইমেট চেঞ্জও টুইটারে এমন তথ্য জানিয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

/সাইফ/

No comments:

Post a Comment