প্রেস ব্রিফিংয়ে ফিরেই চীনকে ট্রাম্পের হুমকি - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, April 28, 2020

প্রেস ব্রিফিংয়ে ফিরেই চীনকে ট্রাম্পের হুমকি


প্রেস ব্রিফিংয়ে ফিরেই চীনকে ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

৩০ লাখের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১০ লাখই যুক্তরাষ্ট্রে। প্রাণঘাতী ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটি। একদিকে করোনায় বেসামাল অবস্থা, অন্যদিকে সংবাদমাধ্যমের সামনে বেফাঁস মন্তব্য করে তীব্র সমালোচনার শিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেস ব্রিফিং করা মানেই ‘সময় নষ্ট’, এই অভিযোগে কিছুদিন ধরে সাংবাদিকদের সামনে দাঁড়াননি তিনি। সোমবার ফিরলেন, এসেই চীনকে আক্রমণ করে কথা বললেন ট্রাম্প।

আলজাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা মোকাবিলায় চীনের দায়িত্বহীনতাকে ফের দায়ী করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আসলে কী ঘটেছিল তা নিয়ে ‘গুরুতর তদন্ত’ করছে তার প্রশাসন। ট্রাম্প আবারো বললেন, বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়া শুরুতেই ঠেকাতে পারতো চীন।

হোয়াইট হাউজ মিডিয়া কনফারেন্সে ট্রাম্প বলেছেন, ‘আমরা খুব গুরুতর তদন্ত করছি, চীনকে নিয়ে আমরা খুশি নই। তাদের কাছে কৈফিয়ত চাওয়ার অনেক পথ আছে। আমরা বিশ্বাস করি শুরুতেই এটা থামানো যেতো। দ্রুত থামানো যেতো, তাহলেই বিশ্বব্যাপী ছড়াতে পারতো না।’

 

ঢাকা/ফাহিম

No comments:

Post a Comment