পাহাড় থেকে পড়ে আহত সেই যুবককে চট্টগ্রাম স্থানান্তর - অজানা ১০১
,

Post Top Ad

.com/blogger_img_proxy/.com/blogger_img_proxy/

Tuesday, May 05, 2020

পাহাড় থেকে পড়ে আহত সেই যুবককে চট্টগ্রাম স্থানান্তর

CTG-1-risingbd20200505083947
CTG-1-risingbd20200505083947

পাহাড় থেকে পড়ে আহত সেই যুবককে চট্টগ্রাম স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির সাজেক ইউনিয়নের জপুইপাড়া থেকে যতীন ত্রিপুরা নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থনান্তর করা হয়েছে।

সোমবার (৪ মে) আইএসপিআর এর সহকারী পরিচালক নূর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই যুবককে ৩ মে গুরুতর অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭এসএইচ হেলিকপ্টারে করে রাঙামাটি থেকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘In Aid to Civil Power’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী এ মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে রাঙামাটির সাজেক ইউনিয়নের জপুইপাড়া থেকে যতীন ত্রিপুরা নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক যুবককে গুরুতর আহতাবস্থায় বিমান বাহিনীর এমআই-১৭এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে আসে।

গত ২৯ এপ্রিল জুম চাষের সময় উঁচু পাহাড় থেকে পড়ে গিয়ে যতীন ত্রিপুরা গুরুতর আহত হন। আহত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পাশের জপুইবিওপিতে আনা হয়। বিজিবি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসাসেবা দিতে হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


ঢাকা/সাওন/এসএম

No comments:

Post a Comment