কীভাবে মোবাইলের র‌্যাম পরিষ্কার রাখতে পারি? র‌্যাম ভর্তি হয় কেন? - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, May 06, 2020

কীভাবে মোবাইলের র‌্যাম পরিষ্কার রাখতে পারি? র‌্যাম ভর্তি হয় কেন?




মোবাইলে ফোনের র‌্যাম ক্লিয়ার রাখার বেশ কয়েকটি উপায় বা পদ্ধতি আছে

১. মোবাইলে এর সেটিংস গিয়ে অ্যাপ ও নোটিফিকেশন এর ওখানে ফোনে থাকা সমস্ত অ্যাপ এর "স্টোরেজ" গিয়ে "ক্যাচে" ক্লিয়ার রাখা। দুই সপ্তাহে একবার অবশ্যই করুন।(এই সেটিংস টি সব অ্যান্ড্রয়েড ফোনে কম বেশী একি হয়)

২. দুই উল্টো পাল্টা অ্যাপ ডাউনলোড না করা অনেকেই আছেন ফোনে এমন অ্যাপ ডাউনলোড করে রাখেন যা ব্যবহার করেন না বা কদাচিৎ একবার ব্যবহার করেন সেই গুলি যদি ফোনের নাম্বার সেটিংস না হয় তাহলে এগুলো আনইনষ্টল করে দেওয়া ভালো। যেমন (ভারতের ক্ষেত্রে পে-টিম ফোন-পে ইত্যাদি আর বাংলাদেশের জন্য বিকাশ ইত্যাদি) কারন এগুলো ডিভাইস রেজিস্ট্রার থাকে তাই এই গুলি কম ব্যবহার হলেও আনইষ্টল করা যাবে না

৩. ব্যাকগ্রাউন্ড রান করে এমন অ্যাপ ডাউনলোড করবেন না যথা ব্যাটারি সেভার , এক্সটারনাল ওয়ালপেপার,লাইভ ওয়ালপেপার , অ্যান্টিভাইরাস মতো অ্যাপ ডাউনলোড করবেন না। (ফোনের ক্ষেত্রে অ্যান্টিভাইরাস কোনো দরকারই হয়না এটি শুধু র‌্যাম নষ্ট করেনা, তার সাথে ব্যাটারি উপর চাপ পড়ে)

৪. সপ্তাহের অন্তত একবার ফোন রিস্টার্ট করুন।

৫. যদি কোনো বড় গেম ফোনে থাকে যেমন পাবজি - মোবাইল , কল-অফ-ডিউটি ইত্যাদি এগুলোর "ক্যাচে" প্রত্যেক দুই তিন দিন ক্লিয়ার করুন।

৬. ফোনের মেমোরিতে হোয়াটসঅ্যাপ ফোল্ডারে গিয়ে মাঝে ডেটাবেস ক্লিয়ার করুন।

এই ভাবে ফোনের র‌্যাম পরিস্কার রাখতে পারেন। উপরের সবকটি অভিজ্ঞতা আমার নিজের, আমার ফোন যতই পুরোনো হোক না কেন এতে স্লো হয় না ফোন। উপরের সবগুলো পরীক্ষিত এবং প্রমানিত।

No comments:

Post a Comment