

নাটোরের সেই বৃদ্ধা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
নাটোর প্রতিনিধিনাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন এলাকায় পড়ে থাকা অসহায় বৃদ্ধা সুস্থ হয়ে সোমবার (৫ মে) বাড়ি ফিরে গেছেন। আর বৃদ্ধাকে পাহারা দেওয়া কুকুরটি চলে গেছে নিজ ঠিকানায়।
জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকমে প্রকাশিত ‘‘অসহায় বৃদ্ধার পাশে বিশ্বস্ত কুকুর’’ শীর্ষক প্রতিবেদন দেখে ও জেলা প্রশাসকের নির্দেশে বৃদ্ধাকে দেখতে আসেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাকিব আল রাব্বি। তিনি স্থানীয় আহসান আলীর বাড়িতে বৃদ্ধাকে রেখে চিকিৎসার ব্যবস্থা করেন। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। কথা বলতে পারছেন। নাম-ঠিকানাও বলেছেন।
অসহায় বৃদ্ধা নওগাঁর বালুর ডাঙ্গা এলাকার মৃত ভবেশ মোহন্তর স্ত্রী ননী বালা। মাধনগর গ্রামের প্রভাষক মোজাম্মেল হক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি বৃদ্ধার করুণদশা দেখে তাৎক্ষণিকভাবে তাকে টাকা, চাল, ডাল, শুকনো খাবার ও পানি কিনে দেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সোমবার বিকেলে তাকে নিজ বাড়িতে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন ডলার বলেন, ননী বালাকে সিএনজি অটোরিকশায় উঠানোর সময় তাকে পাহারা দেওয়া কুকুরটি সেখানে দাঁড়িয়ে ছিল। কুকুরটি মাধনগর বাজারে থাকে।
ইউএনও সাকিব আল রাব্বি বলেন, বৃদ্ধার ননী বালা সুস্থ হয়ে উঠছেন। তাকে আশ্রয় দেওয়া আহসান আলীর বাড়ি থেকে নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, তিনি সুস্থ হয়ে উঠায় তাকে নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
অসহায় বৃদ্ধার পাশে বিশ্বস্ত কুকুর
রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধার পাশে প্রশাসন
আরিফুল/বকুল
No comments:
Post a Comment