ক্রিকেট রেকর্ড থেকে - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Saturday, May 02, 2020

ক্রিকেট রেকর্ড থেকে


ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দিব এবার।

আপনি জানেন কি, টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত মোট কতটি হ্যাটট্রিক হয়েছে? আর কয়জন বোলার টেস্ট অভিষেকে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন?

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৪৫ জন বোলার হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। তবে এরমধ্যে কেবল ৩ জন্য বোলার টেস্ট অভিষেকে হ্যাটট্রিক করতে পেরেছেন।

টেস্ট অভিষেকেই প্রথমবারের মতো হ্যাটট্রিক করেন ইংল্যান্ডের মরিস আলম। ১৯৩০ সালে নিউজিল্যান্ডের সফরে স্বগতিকদের বিপক্ষে অভিষেক হয় তাঁর। আর সে ম্যাচে স্বাগতিক তিন ব্যাটসম্যানকে টানা ফিরিয়ে দেন মরিস।

এর ৪৬ বছর পর টেস্ট অভিষেকে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক দেখেন নিউজিল্যান্ডের বোলার পিটার প্যাথেরিক। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে এমন কীর্তি গড়েন তিনি।

অস্ট্রেলিয়ান পেসার ড্যামিয়েন ফ্লেমিংও এই কীর্তি গড়েন পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে। ১৯৯৪ সালে রাওয়ালপিন্ডিতে নিজের অভিষেক ম্যাচে আমির মালিক, ইনজামাম-উল-হক ও সেলিম মালিককে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ফ্লেমিং।


ঢাকা/কামরুল

No comments:

Post a Comment