আশুলিয়ায় বদ্ধ ঘরে যুবকের লাশ, গলায় ক্ষত - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Monday, August 10, 2020

আশুলিয়ায় বদ্ধ ঘরে যুবকের লাশ, গলায় ক্ষত

ঢাকার আশুলিয়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে জামগড়া এলাকার একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, এই এই যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ওই যুবকের নাম শাহীন হোসেন (২৯)। তিনি স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় ঠিকায় কাজ করতেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে। পুলিশ জানায়, জামগড়ার মোল্লাবাড়ি এলাকার এনামুল মোল্লার বাড়ির ভাড়াটে রাকিব বিভিন্ন কারখানায় ঠিকায় কাজ করতেন। সেই... বিস্তারিত

No comments:

Post a Comment