ইস্পাহানি-প্রথম আলো দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ২৪টি দল নিয়ে ঢাকার আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে বুধবার। খেলা হচ্ছে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছায়াঘেরা ক্যাম্পাসের মাঠে।
অজানা বিশ্ব, অবাক করা বিষয়, টেকনোলজির সব ধরনের খবর, হলিউড-বলিউড আর টিভি পর্দার বিনোদনের খবর, শিক্ষা, স্বাস্থ্য, ইসলামের আলো, খেলাধুলার সব রের্কড এবং চলমান বিশ্বের ঘটে যাওয়া বিষয় সায়েন্স ফিকশন সব এক পাতার মাঝেই খুঁজে পাওয়ার আরেক নামই যেন অজানা১০১
No comments:
Post a Comment