যদি তোমার ধৈর্য কম হয় বা সহজেই রেগে যাও, তাহরে তোমার ভালো বিশ্রাম হয়নি বলে ধরে নিতে পারো। যদি বেশি বেশি নেতিবাচক চিন্তা করো, বেশি দুশ্চিন্তা করো, চাপ সামলাতে তোমার অসুবিধা হয়, তবে তোমাকে এই সমস্যা সমাধানের জন্য কিছু একটা করতে হবে।
অজানা বিশ্ব, অবাক করা বিষয়, টেকনোলজির সব ধরনের খবর, হলিউড-বলিউড আর টিভি পর্দার বিনোদনের খবর, শিক্ষা, স্বাস্থ্য, ইসলামের আলো, খেলাধুলার সব রের্কড এবং চলমান বিশ্বের ঘটে যাওয়া বিষয় সায়েন্স ফিকশন সব এক পাতার মাঝেই খুঁজে পাওয়ার আরেক নামই যেন অজানা১০১
No comments:
Post a Comment