তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, এই নিয়ম মানার দায় কিন্তু কিশোর বা তাদের মা–বাবার নয়। দায়টা পুরোপুরি মেটা, টিকটক বা ইলন মাস্কের কোম্পানির ঘাড়ে। সরকার সাফ জানিয়ে দিয়েছে, এই টেক জায়ান্টদেরই নিশ্চিত করতে হবে
অজানা বিশ্ব, অবাক করা বিষয়, টেকনোলজির সব ধরনের খবর, হলিউড-বলিউড আর টিভি পর্দার বিনোদনের খবর, শিক্ষা, স্বাস্থ্য, ইসলামের আলো, খেলাধুলার সব রের্কড এবং চলমান বিশ্বের ঘটে যাওয়া বিষয় সায়েন্স ফিকশন সব এক পাতার মাঝেই খুঁজে পাওয়ার আরেক নামই যেন অজানা১০১
No comments:
Post a Comment