রাইজিং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন শ্রীদেবী কন্যা - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, December 12, 2018

রাইজিং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন শ্রীদেবী কন্যা


সম্প্রতি ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুরের। প্রথম ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পায় দর্শক ও সমালোচক মহলে। নিজের দক্ষতা ও পরিশ্রমের পুরস্কার এবার ঘরে তুলছেন এ নবাগত।

এ বছর ‘রাইজিং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন তিনি। নরওয়ে সরকার দিচ্ছে এই পুরস্কার। ভারতের মুম্বাইয়ে অবস্থিত নরওয়ের দূতাবাস কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বসিত জাহ্নবী কাপুর বলেন, ‘এ বছর ‘ধড়ক’ দিয়ে আমার অভিষেক হয়। দেশের বাইরেও এ ছবি মুক্তি দেওয়া হয়েছে, তাই বিশ্বের অনেকে এ ছবি দেখেছেন। নরওয়ের দর্শকও এ ছবি দেখেছেন এবং তাঁরা সামাজিক মাধ্যমে আমাকে শুভকামনা জানিয়েছেন।’

জাহ্নবী আরো বলেছেন, এই সম্মান পাওয়ায় তিনি বিস্মিত, আনন্দিত। তাঁকে পুরস্কারের জন্য নির্বাচিত করায় খুব খুশি তিনি। উল্লেখ্য, আগামী মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে জাহ্নবীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

No comments:

Post a Comment