ইস্তিঞ্জার কিছু আদব সমূহ... - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, December 11, 2018

ইস্তিঞ্জার কিছু আদব সমূহ...



ইসলাম শুধু একটি ধর্ম নয়  মানবজাতির পুরো জীবন ব্যবস্থা । আর এসব বিধান রয়েছে পবিত্র কুরআনে।

ইস্তিঞ্জার কিছু আদব সমূহ

৫ দিকে ফিরে ইস্তিঞ্জা করা নিষেধঃ

১। কিবলার দিকে মুখ করে।
২। কিবলার দিকে পিঠ করে।
৩। চন্দ্র ও সূর্যের দিকে মুখ করে।
৪। প্রবল বাতাসের দিকে মুখ করে।
৫। একেবারে উলঙ্গ হয়ে।

১০ জায়গায় ইস্তিঞ্জা করা নিষেধঃ

১। মানুষ চলাচলের রাস্তায়।
২। ছায়াদার বা ফলদার গাছের নীচে।
৩। উযূ-গোসলের স্থানে।
৪। গর্তের ভিতরে, গোরস্তানে।
৫। দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে
৬। বিনা উযরে পানিতে।
৭। ঘরে বা বিছানায়।
৮। মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে।
৯। নীচু জায়গায় বসে উঁচু জায়গায়।
১০। জনসম্মুখে।

৬ জিনিস নিয়ে ইস্তিঞ্জায় যাওয়া নিষেধঃ

১। আল্লাহ তা‘আলার নাম।
২। নবীগণের নাম।
৩। ফেরেশতাগণের নাম।
৪। কুরআনের আয়াত।
৫। হাদীসের টুকরা।
৬। দু‘আ কালাম। (লিখিত বা অংকিত)

ইস্তিঞ্জার সময় ৮ কাজ করা নিষেধঃ

১। কথা বলা। 
২। যিকির করা। 
৩। কুরআন শরীফ তিলাওয়াত করা।
৪। সালাম দেওয়া।
৫। সালামের উত্তর দেওয়া।
৬। খাওয়া ও পান করা।
৭। মিসওয়াক করা।
৮। লেখা পড়া।

১০ জিনিস দ্বারা কুলুখ লওয়া নিষেধঃ

১। হাড্ডি।
২। কয়লা। 
৩। কাগজ।
৪। কাঁচ।
৫। গাছের কাঁচা পাতা।
৬। খাদ্যদ্রব্য।
৭। শুকনো গোবর। 
৮। জমজমের পানি। 
৯। ডান হাত দ্বারা।
১০। ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা।

ইস্তিঞ্জায় ৮ কাজ করা সুন্নাতঃ

১। বাম পা দিয়ে প্রবেশ করা।
২। জুতা-স্যান্ডেল পায়ে রাখা।
৩। মাথা ঢেকে রাখা।
৪। দিলে দিলে ইস্তিগফার পড়া।
৫। ঢিলা কুলুখ ব্যবহার করা।
৬। পানি ব্যবহার করা।
৭। ডান পা দিয়ে বের হওয়া।
৮। প্রবেশের আগে ও পরে দু‘আ পড়া।

No comments:

Post a Comment