মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত ১০টি গান যা রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, December 19, 2018

মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত ১০টি গান যা রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে




মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত গানগুলো রণাঙ্গনে এদেশের বীর সন্তানদেরকে প্রচন্ড রকম সাহস জুগিয়েছে। তাই এবারের বিজয় দিবসে সেই সকল বিখ্যাত ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত গানগুলো থাকছে আপনাদের জন্য

 

১. ধনধান্যে পুষ্পে ভরা

গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায়

২. মোরা একটি ফুলকে বাঁচাব বলে

গীতিকার : গোবিন্দ হালদার
সুরকার : আপেল মাহমুদ

৩. তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে

গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ

৪. সালাম সালাম হাজার সালাম

গীতিকার : ফজলে খোদা
সুরকার : আবদুল জব্বার

৫. সোনা সোনা সোনা লোকে বলে সোনা

গীতিকার ও সুরকার : আবদুল লতিফ

৬. জয় বাংলা, বাংলার জয়

গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার
সুরকার : আনোয়ার পারভেজ

৭. একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা
আনলে যারা

গীতিকার : গোবিন্দ হালদার
সুরকার : আপেল মাহমুদ

৮. কারার ঐ লৌহকপাট

গীতিকার ও সুরকার : কাজী নজরুল ইসলাম

৯. মা গো, ভাবনা কেন?

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার : সমর দাস

১০. পূর্বদিগন্তে সূর্য উঠেছে

গীতিকার : গোবিন্দ হালদার
সুরকার : সমর দাস

No comments:

Post a Comment