আর বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের স্যাম কারান।
আইপিএলের সবশেষ আসরেও সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন জয়দেব উনাদকাট। এবার ৮ কোটি ৪০ লাখ ভারতীয় রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।






সম্পন্ন হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৯-এর খেলোয়াড়দের নিলাম। এবার সর্বাধিক দামে বিক্রি হয়েছেন ভারতীয় পেসার জয়দেব উনাদকাট ও বিক্রম চক্রবর্তী।
নিলামে তাকে নিয়ে কম টানাটানি হয়নি। তার ভিত্তিমূল ছিল ১ কোটি ৫০ লাখ রুপি। শুরুতে তার প্রতি আগ্রহ দেখায় দিল্লী ক্যাপিটালস। এরপর বিড করে রাজস্থান রয়্যালস। সেখানে অংশ নেয় কিংস ইলিভেন পাঞ্জাবও। অবশেষে ৮ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে টানতে সক্ষম হয় রাজস্থান।






অবশ্য গত আইপিএলে খুব একটা ভালো করেননি উনাদকাট। ওভারপ্রতি ৯.৬৫ গড়ে রান দিয়ে ১৫ ম্যাচে ৪৪.১৮ বোলিং গড়ে ১১ টি উইকেট শিকার করেন তিনি। তবুও তার ওপর আস্থা রেখেছে রাজস্থান রয়্যালস।
তবে এবারের নিলামে সবচেয়ে বড় চমক বরুণ চক্রবর্তী। তার ভিত্তিমূল ছিল মাত্র ২০ লাখ রুপি। দিল্লী ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস প্রথমে নিলামে অংশ নেয়।






ধীরে ধীরে চড়া হতে থাকে তার দাম। এরপর কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সও অংশ নেয়। ৮ কোটি ৪০ লাখ রুপি দিয়ে এ স্পিনারকে শেষ পর্যন্ত দলে টানে পাঞ্জাব।
সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানকেও দলে নিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। তার মূল্য ৭ কোটি ২০ লক্ষ রুপি।






আইপিএলের সবচেয়ে দামী দশ ক্রিকেটার:
১। জয়দেব উনাদকাট (ভারত) – রাজস্থান রয়্যালস- ৮ কোটি ৪০ লাখ ভারতীয় রুপি
২। বরুণ চক্রবর্তী (ভারত)- কিংস ইলিভেন পাঞ্জাব- ৮ কোটি ৪০ লাখ ভারতীয় রুপি






৩। স্যাম কারান (ইংল্যান্ড)- কিংস ইলিভেন পাঞ্জাব- ৭ কোটি ২০ লাখ ভারতীয় রুপি
৪। কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)- দিল্লী ক্যাপিটালস- ৬ কোটি ৪০ লাখ ভারতীয় রুপি
৫। কার্লোস ব্র্যাথওয়েট (উইন্ডিজ)- কলকাতা নাইট রাইডার্স- ৫ কোটি ভারতীয় রুপি
৬। অক্ষর প্যাটেল (ভারত)- দিল্লী ক্যাপিটালস- ৫ কোটি ভারতীয় রুপি






৭। মোহিত শর্মা (ভারত)- চেন্নাই সুপার কিংস- ৫ কোটি ভারতীয় রুপি
৮। শিভাম ডুবে (ভারত)- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৫ কোটি ভারতীয় রুপি
৯। মোহাম্মদ সামি (ভারত)- কিংস ইলিভেন পাঞ্জাব- ৪ কোটি ৮০ লাখ ভারতীয় রুপি
১০। প্রভসিমরান সিং (ভারত)- কিংস ইলিভেন পাঞ্জাব- ৪ কোটি ৮০ লাখ ভারতীয় রুপি

No comments:
Post a Comment