বৃষ্টিতে বিপর্যস্ত সিলেটের জনজীবন - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Tuesday, December 18, 2018

বৃষ্টিতে বিপর্যস্ত সিলেটের জনজীবন


গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) রাত থেকেই সিলেটে চলছে গুড়িগুড়ি বৃষ্টি। সেই বৃষ্টি অব্যাহত আছে আজ মঙ্গলবার সারাদিনও। বৃষ্টি কখনো বেড়েছে, কখনো থেমেছে। তবে সেই থামাটাও খুব বেশিক্ষণের জন্য নয়। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও।

মঙ্গলবারের বৃষ্টিতে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে নগরীর জনজীবন। সকাল থেকেই বাইরে কাজে বের হওয়া লোকজন আর শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। যানবাহন সংকটে অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। কেউ কেউ দেরিতে পৌঁছেছেন গন্তব্যে।

সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। ফুটপাতের হকাররা বৃষ্টিতে নিজের পসরা সাজিয়ে বসতে পারেননি। যারা সুরক্ষিৎ হয়ে পসরা সাজিয়েছেন, তারাও পাচ্ছেন না ক্রেতা। কারণ বৃষ্টিতে পথঘাট প্রায় ফাঁকা।

No comments:

Post a Comment