মেক্সিকোতে তেল লাইনে বিস্ফোরণ, নিহত ৬৬ - অজানা ১০১
,

Post Top Ad

.com/blogger_img_proxy/.com/blogger_img_proxy/

Saturday, January 19, 2019

মেক্সিকোতে তেল লাইনে বিস্ফোরণ, নিহত ৬৬

ed9ebfe30528f24c40de53d929342a53-5c4358a5d77fb মেক্সিকোতে তেলের পাইপলাইনে বিস্ফোরণে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে দেশটির ইদালগো প্রদেশের লাওয়ালিলপান শহরে ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সন্দেহভাজন চোরেরা তেল চুরির সময় ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লেগে যায়। মেক্সিকো কর্তৃপক্ষ বলছে, এই ঘটনায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর।... বিস্তারিত

No comments:

Post a Comment