ছোট ভাইকে কুপিয়ে মারল বড় ভাই - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, April 29, 2020

ছোট ভাইকে কুপিয়ে মারল বড় ভাই


 

খুলনার তেরখাদায় জমি নিয়ে বিরোধের জেরে ইতুদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার আপন বড় ভাই জামিল শেখ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইতুদুল ইসলাম ওই গ্রামের শাহজাহানের ছেলে। ঘটনার পর জামিল শেখ পলাতক রয়েছেন।

তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, জমি নিয়ে বিরোধে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ইতুদুল ইসলামকে কুপিয়ে জখম করে তার আপন বড় ভাই জামিল শেখ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জামিল শেখকে ধরার চেষ্টা চলছে।

আরএআর/পিআর

No comments:

Post a Comment