গোপালগঞ্জে নতুন এক নারীর করোনা শনাক্ত - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Sunday, May 03, 2020

গোপালগঞ্জে নতুন এক নারীর করোনা শনাক্ত


গোপালগঞ্জে নতুন এক নারীর করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নতুন করে এক নারী করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৮ পুলিশ সদস্য ও এক চিকিসৎকসহ মোট ৪৩ জন করোনা রোগী শনাক্ত হল।

এর মধ্যে এক দম্পতি ও পুলিশ সদস্যসহ ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং ১৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (৩ মে) সকালে সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১২ দিন আগে ওই নারী ঢাকা থেকে উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামে আসেন। এরপর থেকে তিনি লেবুতলা গ্রামের বোনের বাড়িতে অবস্থান করছিলেন।

আইইডিসিআর-এ পাঠানো রিপোর্টে তার নমুনায় করোনা পজেটিভ হওয়ায় ওই বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি লকডাউন করার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে জেলায় ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্য ও একজন ডাক্তার, কাশিয়ানী উপজেলায় পাঁচজন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৯ জন ও কোটালীপাড়া উপজেলায় এক নার্সসহ দুইজন রয়েছে।

 

বাদল/বুলাকী

No comments:

Post a Comment