বগুড়া কারাগার থেকে ৯ বন্দির মুক্তি - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Monday, May 04, 2020

বগুড়া কারাগার থেকে ৯ বন্দির মুক্তি


বগুড়া কারাগার থেকে ৯ বন্দির মুক্তি

বগুড়া সংবাদদাতা

করোনাভাইরাসের সংক্রমণের ফলে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রোববার (৩ মে ) বিকেলে বগুড়া কারাগার থেকে নয়জন কয়েদির সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে।

বগুড়া কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, বগুড়া কারাগার থেকে ১৫৯ জনের সাজা মওকুফ করে মুক্তির তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তাদের বেশিরভাগ ৬ থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি এবং প্রায় সকলে মাদক ও চুরির মামলার আসামি।

বিকেলে নয়জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি। জেলার বলেন, পর্যায়ক্রমে সাজা মওকুফের তালিকাভুক্ত কয়েদিদের মুক্তি দেওয়া হবে।

বগুড়া কারাগারের ধারণক্ষমতা ৭২০ জন। সেখানে বন্দি রয়েছেন ২২০০ জন। 

 

আখতারুজ্জামান/বকুল

No comments:

Post a Comment