

খুলনার করোনা হাসপাতালে প্রথম নারী রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকখুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ বছর বয়সী এক নারী। এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (৫ মে) রাত ১০ টা ১০ মিনিটে খুলনার করোনা আইসোলেশন (ডায়াবেটিক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটিই প্রথম খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোন রোগীর মৃত্যু।
মৃত এই নারী খুলনার রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামের বাসিন্দা। ২২ এপ্রিল থেকে জ্বর সর্দি কাশি নিয়ে খুলনা জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২৯ এপ্রিল সেখান থেকে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ৩০ এপ্রিল পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে তিনি নুরনগরে করোনা ডেলিকেটেড হাসপাতােলে চিকিৎসাধীন ছিলেন। তার ছেলে খুলনা সদর হাসপাতালে ফ্রি সার্ভিসের কাজ করে।
খুলনা করোনা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, সকাল থেকেই ওই বৃদ্ধার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। শ্বাসকষ্টের পাশাপাশি ডায়রিয়া ছিল। রাত সোয়া দশটার দিকে তিনি মারা যান।
এর আগে গত ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান একজন মোবাইল সার্ভিসিং প্রকৌশলী (৪৩)। তিনি রূপসা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, খুলনা বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৬৪ জন। করোনায় খুলনা বিভাগে এ পর্যন্ত চারজনের মৃত্যু হলো।
খুলনা/নূরুজ্জামান/টিপু
No comments:
Post a Comment