

সাতক্ষীরায় নারায়ণগঞ্জ থেকে আসা ইটভাটা শ্রমিক করোনায় আক্রান্ত
সাতক্ষীরা প্রতিনিধিসাতক্ষীরার দেবহাটায় নারায়ণগঞ্জ থেকে আসা রেজাউল করিম গাজী (৪৫) নামে এক ইটভাটা শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন।
এই নিয়ে সাতক্ষীরা জেলায় দুইজন করোনায় আক্রান্ত হলেন।
মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯ টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।
তিনি বর্তমানে দেবহাটা সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।
ডা. হুসাইন শাফায়াত জানান, ৩ মে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ওই শ্রমিকের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তার করোনা শনাক্ত হয়েছে বলে জানা যায়।
তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে এলাকায় ফেরার পর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাদের সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সঙ্গে তার ছেলে ছিলেন। এছাড়া, তার সংস্পর্শে আর কারা ছিলেন সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল লতিফ জানান, আক্রান্ত শ্রমিকের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা ভাল থাকলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারের একটি রুমে আইসোলেশনে নেওয়া হবে। অন্যথায় তাকে হাসপাতালে নেওয়া হবে।
শাহীন/বুলাকী
No comments:
Post a Comment