

অবশেষে না.গঞ্জে চালু হচ্ছে পিসিআর ল্যাব
নিজস্ব প্রতিবেদকনারায়ণগঞ্জবাসির দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে অবশেষে আজ বুধবার (৬ মে) করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব উদ্বোধন করা হবে।
সকাল ১১টায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ল্যাবের উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
হাসপাতাল সূত্রে জানা যায়, পিসিআর ল্যাব স্থাপন শেষ হয়েছে। আজ উদ্বোধনের পর কয়েকটি নমুনা সংগ্রহ করা হবে। পর দিন থেকে নমুনা সংগ্রহ করে টেস্টের কার্যক্রম শুরু করা হবে। তবে পরীক্ষার জন্য ল্যাবে জনবল সংকট রয়েছে।
পিসিআর ল্যাব পরিচালনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগে একজন ভাইরালজিস্ট, একজন মাইক্রোবায়োলজিস্ট ও ১০ জন টেকনিশিয়ানের আবেদন করে। এর প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ থেকে এখনো পর্যন্ত একজন ভাইরালজিস্ট ও দুইজন টেকনিশিয়ান দেওয়া হয়েছে।
এ পিসিআর ল্যাবের মাধ্যমে নমুমা সংগ্রহকারীদের রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া এবং প্রতিদিন ৯০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ল্যাবটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ ও নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সামসুদ্দোহা সঞ্চয়ের।
করোনা সংকট বিবেচনা করে জেলায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য গত ৩০ মার্চ সংবাদ সম্মেলন করে প্রথম দাবি জানান নারায়ণগঞ্জ প্রেসক্লারের নেতারা। এরপর ৪ এপ্রিল পরীক্ষাগারের দাবি জানিয়ে বিবৃতি দেয় সামাজিক, রাজনৈতিক ৪৬টি সংগঠন।
এরপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও একই দাবি জানান।
সর্বশেষ ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্সে একই দাবি জানান নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়। নারায়ণগঞ্জে করোনা পরীক্ষাগার নেই জেনে প্রধানমন্ত্রী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন।
রাকিব/বকুল
No comments:
Post a Comment