

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ফের বন্ধ
নিজস্ব প্রতিবেদকশুরু হতে না হতেই যশোর বেনাপোল বন্দরে ফের বন্ধ হয়ে গেছে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি বানিজ্য।
বেনাপোল বন্দরের ওপারে ভারতের বনগাঁ তৃণমুল কংগ্রেসের আন্দোলনের কারণে বেনাপোল বন্দর দিয়ে সোমবার (৪ মে) থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে দু' পারেই নিত্য প্রয়োজণীয় পণ্যসহ পচনশীল পণ্য আটকা পরে নস্ট হচ্ছে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৪১ দিন বন্ধ থাকার পর ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে বেনাপোল বন্দর দিয়ে এই আমদানি-রপ্তানি শুরু হয়েছিল।
ভারতের ওপারে পেট্রাপোল বন্দরের সেন্ট্রাল পার্কিং থেকে পণ্য বোঝাই ভারতীয় ট্রাক নোম্যান্সল্যান্ডে আসলে সেখান থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য ট্রান্সশিপমেন্ট করে বেনাপোল বন্দরে আনলোড করা হচ্ছিল। পণ্য বোঝাই ট্রাক নোম্যন্সল্যান্ডে আসলে জীবাণুনাশক স্প্রে করা হয় উভয় দেশের ট্রাকে। কাজগপত্র লেনদেন ও লোড-আনলোডে সামাজিক দূরত্ব রক্ষা করেই কার্যক্রম চলছিল।
গত ২দিনে ভারত থেকে ১৫ ট্রাক পাট বীজ, মেস্তা বীজ ও ভূট্টা বীজ আমদানি হয়। যদিও লাইনে রয়েছে নিত্য প্রয়োজনীয় ৫ হাজার ট্রাক বিভিন্ন পণ্য সামগ্রী।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টস হাউস ও বন্দর চালু রয়েছে সার্বক্ষনিক।মাঝে মধ্যে বন্দর থেকে দু' চারটি চালান ডেলিভারি হচ্ছে যথা নিয়মে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ‘ভারত থেকে ২দিনে ১৫ ট্রাক পণ্য আমদানি হয়েছে। নোম্যান্সল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিবিধান মেনেই পন্য ট্রান্সশিপমেন্ট করা হয়েছে। ভারতের বনগাঁ এলাকার জনগণের আন্দোলনের জন্য পণ্য আমদানি হয়নি। তবে পেট্রাপোল বন্দর থেকে পণ্য আসলে বেনাপোল বন্দরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করা হবে।'
যশোর/রিটন/টিপু
No comments:
Post a Comment