আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর বসেছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের এমন কিছু রেকর্ড আছে, যা এবারের বিশ্বকাপের ৫৫টি ম্যাচের মধ্যে ভেঙে যেতে পারে। কী সেই রেকর্ড, সেটাই জানব এ লেখায়।
অজানা বিশ্ব, অবাক করা বিষয়, টেকনোলজির সব ধরনের খবর, হলিউড-বলিউড আর টিভি পর্দার বিনোদনের খবর, শিক্ষা, স্বাস্থ্য, ইসলামের আলো, খেলাধুলার সব রের্কড এবং চলমান বিশ্বের ঘটে যাওয়া বিষয় সায়েন্স ফিকশন সব এক পাতার মাঝেই খুঁজে পাওয়ার আরেক নামই যেন অজানা১০১
No comments:
Post a Comment