মাদারীপুরে বিষ প্রয়োগে ১০ বানর হত্যা - অজানা ১০১
,

ব্রেকিং

Post Top Ad

PropellerAdsPropellerAds

Wednesday, May 06, 2020

মাদারীপুরে বিষ প্রয়োগে ১০ বানর হত্যা


মাদারীপুরে বিষ প্রয়োগে ১০ বানর হত্যা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া এলাকায় ১০টি বিলুপ্তপ্রায় প্রজাতির বানরকে বিষ প্রয়োগে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ মে) বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয়রা জানিয়েছেন, শত বছর ধরে চরমুগরিয়া বন্দর এলাকায় মুক্ত পরিবেশে বাস করছে শত শত বানর। মঙ্গলবার বিকেলে দুর্বৃত্তরা বিষ খাইয়ে ১০টি বানর মেরে ফেলে। একটি বানরকে অর্ধমৃত অবস্থায় প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত ১০টি বানরকে মাটিচাপা দিয়েছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, স্থানীয় একটি বেকারি কারখানার মালিক বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরে ফেলেছেন।

তারা আরো জানান, খাদ্য সংকটের কারণে বানরগুলো বিভিন্ন বাড়িতে হানা দিতো। তবে এ কারণে কেউ কখনো বানর মারেনি।

স্থানীয় সূত্র জানায়, আড়িয়াল খাঁ নদীবেষ্টিত মাদারীপুরের চরমুগরিয়া অঞ্চল বনজ ও ফলদ গাছে পূর্ণ ছিল। মুক্তিযুদ্ধের আগে এ বনে ১০ হাজারের মতো বানর ছিল। তখন জঙ্গল ও শত শত গাছ থাকায় বানরগুলোর বিচারণ ছিল চরমুগরিয়ার এলাকাজুড়ে। জেলা বন বিভাগের তথ্য মতে, চরমুগরিয়ায় এখনো আড়াই হাজারের মতো বানর আছে।

মাদারীপুর উন্নয়ন সংগ্রম পরিষদের আহ্বায়ক মাসুদ পারভেজ বলেন, এটা খুবই অমানবিক। বানরগুলো মাদারীপুরের ঐতিহ্য। শত বছর ধরে এই বানরগুলো মানুষের প্রতিবেশীর মতোই বসবাস করে আসছে। কেউ কখন বানর মারেনি। কিছু অমানুষ এই বানরগুলোকে মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে কথা বলতে জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার গুপ্তকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

বানরের জন্য মাদারীপুর সদর উপজেলার কুমার নদের তীরে নয়াচর এলাকায় ১৮ একর জায়গায় ইকোপার্ক নির্মাণ করা হলেও বানরগুলোকে আজও সেখানে নেওয়া সম্ভব হয়নি।

 

মাদারীপুর/বেলাল রিজভী/রফিক

1 comment:

  1. What is this? Are they dead? How did that happen?? Please respond in English. Thank you 🙏

    ReplyDelete